Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

সিটি কলেজের সামনে এসএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকার সিটি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এসএসসি শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা ১টা থেকে শতাধিক শিক্ষার্থী মিরপুর সড়কে অবস্থান নেয় বলে জানিয়েছেন ধানমণ্ডি জোনের পরিদর্শক (পেট্রল) মো. সাজ্জাদ হোসেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া সড়ক অবরোধের বিষয়টি জানান। তিনি বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রের সিট প্ল্যান পরিবর্তনের দাবিতে সিটি কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ওসি বলেন, অবরোধকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।

আন্দোলনরত ছাত্ররা জানায়, আসন্ন এইচএসসি পরীক্ষায় সিটি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হয়েছে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব অনেক বেশি হওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ অনেক বাড়বে বলে দাবি আন্দোলনরতদের। এতে ভালভাবে পরীক্ষা দেয়া সম্ভব হবে না বলেও মনে করছে তারা।

এইচএসসি পরীক্ষার্থীরা যাতে স্বচ্ছন্দে পরীক্ষা দিতে পারে, এজন্য সিটি কলেজের কাছাকাছি কোন শিক্ষা প্রতিষ্ঠানে সিট দেয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেছে তারা। এ দিকে, সড়ক অবরোধে যান চলাচলে বিঘ্ন ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার কোন ব্যবস্থা নেয়নি। প্রচণ্ড যানজটে চরম দুর্ভোগের শিকার যাত্রীদের এ নিয়ে ক্ষোভ জানাতে দেখা গেছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top