নাটোরের তেবাড়িয়ায় সামাজিক বনায়নের ২৬৬টি গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে।গতকাল ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, ১৩ বছর আগে সামাজিক বনায়নের অংশ হিসেবে অংশদারিত্বের ভিত্তিতে জেলার তেবাড়িয়ায় গাছ রোপন করেন তারা। মেয়াদ শেষে টেন্ডারের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হয়। কিন্তু, পরে দাম জানার পর, অনিয়মের অভিযোগ আনে এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তারা
Share!