বাংলাদেশ থেকে আগামী দু’ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৩ লাখ কর্মী নেবে কাতার। প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আজ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে, আগামী মাসের প্রথম সপ্তাহে দু’ দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে জনশক্তি নেয়ার বিষয়টি জানিয়েছেন, কাতারের প্রশাসনিক উন্নয়ন শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী। নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশি কর্মীদের কর্মনিষ্ঠ ও সুনাম বিবেচনা করে, কাতার সরকার ২০১৫ সালে লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় দ্বিগুণ কর্মী নিয়োগ করেছিল। তাছাড়া, আগামী ২০২২ সালে কাতারে হতে যাওয়া ফুটবল বিশকাপ সামনে রেখে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া হবে।তিনি জানান, পুরুষ শ্রমিকদের সম্ভাব্য মাসিক বেতন হবে সর্বনিম্ন এক হাজার রিয়াল বা ২২ হাজার টাকা। আর নারী শ্রমিকদের সম্ভাব্য বেতন সর্বনিম্ন ৭০০ রিয়াল বা ১৫ হাজার টাকা।
দু’ বছরে দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী নেবে কাতার
Share!