এবার উত্তরের আরেক জেলা নওগাঁয় মিলেছে খনিজ সম্পদের সন্ধান। এরই মধ্যে জেলার তাজপুরে কাজ শুরু করেছে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর।
কর্তৃপক্ষ বলছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে খনন কাজ। এ নিয়ে আগ্রহের কমতি নেই এলাকাবাসীর।
নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুর গ্রাম। কদিন আগেও এখানে ছিলো সবার অবাধ বিচরণ; কিন্তু, হঠাৎ কোরেই টানানো হয়েছে সংরক্ষিত স্থানের সাইনবোর্ড। বলা হচ্ছে এখানে খনিজ সম্পদের সন্ধান পেয়েছে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর।
নতুন খনিজ সম্পদ সন্ধানের খবরে, যেন ঝড় উঠেছে গোটা এলাকার আড্ডা ও বৈঠকখানার চায়ের কাপে।
২০১৪ থেকে ১৫ সাল পর্যন্ত ওই এলাকায় জরিপ চালায় ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় খনিজ সম্পদের উপস্থিতি সন্দেহে সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খননের কাজে নেমেছে সংস্থাটির ৩০ সদস্যের টিম।
অনুসন্ধান দলের প্রধান জানালেন, এই স্থানে পাললিক শীলার পুরুত্ব অনেক বেশি। তাই কি ধরনের সম্পদ মিলবে তা এখনই বলা কঠিন।