নেপালের কাঠমান্ডুতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে।
মার্কিন সংস্থা ইউএসজিএস জানায়, নেপালের স্থানীয় সময় গতকাল রাত ১০টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। কাঠমান্ডু ছাড়াও আশপাশের শহরগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন শহরের বেশিরভাগ বাসিন্দা। গত বছরের ২৫ এপ্রিল ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হিমালয়কন্যা নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।
Share!