তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ভবন ধসে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দেড় শতাধিক মানুষ।
শনিবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ইউজিং থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতা ছিলো ১০ কিলোমিটার। টাইনান শহরে দুটি বহুতল আবাসিক ভবন ধসের পর, ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ২২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংস্তুপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। এরইমধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে, ফায়ার সার্ভিস। আরো কয়েকটি বাড়িতে হালকা ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯৯৯ সালে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে দু’হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
Share!