প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই প্রতিটি শিশু স্কুলে যাবে। সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এজন্য এখন আগের তুলনায় বেশি শিশু স্কুলে যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ৫ম শ্রেণিতে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি। মেধা বিকাশের সুযোগ করে দিয়েছি। এতে একটা সুবিধা হয়েছে, আগে জীবনের প্রথম পরীক্ষা হিসেবে এসএসসি পরীক্ষা দিতে গেলে একটা ভয় কাজ করতো। এখন আর সেই ভয় নেই।বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় আসলে স্বাক্ষরতার হার কমে যায়। আর আমরা ক্ষমতায় এসে সেটা বাড়ানোর চেষ্টা করি। ইতিমধ্যে পাশের ৯৮ হারের উপরে উঠেছে। সেজন্য আমরা আনন্দিত। ইনশাল্লাহ আমরা শতভাগ নিরক্ষতামুক্ত বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ৫ম শ্রেণিতে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি। মেধা বিকাশের সুযোগ করে দিয়েছি। এতে একটা সুবিধা হয়েছে, আগে জীবনের প্রথম পরীক্ষা হিসেবে এসএসসি পরীক্ষা দিতে গেলে একটা ভয় কাজ করতো। এখন আর সেই ভয় নেই।বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় আসলে স্বাক্ষরতার হার কমে যায়। আর আমরা ক্ষমতায় এসে সেটা বাড়ানোর চেষ্টা করি। ইতিমধ্যে পাশের ৯৮ হারের উপরে উঠেছে। সেজন্য আমরা আনন্দিত। ইনশাল্লাহ আমরা শতভাগ নিরক্ষতামুক্ত বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো।
Share!