সুইজারল্যান্ডের জেনেভায় চলা শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। এ নিয়ে একে অন্যকে দুষছে সিরিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষ।
তবে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান দ্য মিসটুরা বলেন, এই আলোচনা ব্যর্থ হয়নি। শুধু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ফের শান্তি আলোচনা শুরু হবে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে রসদ সরবরাহের প্রধান পথ বন্ধ করে বাশার আল আসাদ সরকার। এ নিয়ে উত্তেজনায় ভেস্তে যায় জেনেভায় গেলো শুক্রবার থেকে শুরু হওয়া ওই শান্তি আলোচনা। আলোচনা শুরুর আগে বিমান হামলা বন্ধের দাবি জানিয়ে আসছিলো বিদ্রোহীরা।
Share!