লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্তা পাঠিয়ে। এরপর মেসি বা তার ঘনিষ্ঠজনদের কেউই আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি বা বক্তব্য দেননি। অবশেষে আর্জেন্টাইন সুপারস্টারের পরিবারের কেউ মুখ খুললেন। মেসির কাজিন ও মুখপাত্র হিসেবে পরিচিত ম্যাক্সি বিয়ানুচ্চি আজ সোমবার একটি ক্রীড়া বিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্যারাগুয়ের দ্বিতীয় বিভাগে খেলা ৩৫ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘সে (মেসি) একটা জায়গা খুঁজছে যেখানে সে সুখে থাকবে। বার্সেলোনায় সে যদি সত্যিই সুখে থাকতো তাহলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতো না। সে বার্সেলোনায় ভালো নেই। তাই নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে।’
বড় কোন তারকা না হলেও পেশাদার ক্যারিয়ার (প্রায় ১৭ বছর) অনেক লম্বা ম্যাক্সি বিয়ানুচ্চি’র।
ফুটবলের ভালো মন্দ তাই অজানা নয় তার। অন্য সবার মতো ম্যানচেস্টার সিটিতেই মেসিকে দেখছেন তিনিও, ‘যে কয়টা ক্লাবের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখবো যেখানে মেসি তার মতো করে খেলতে পারবে। কারণ তাদের বিশ্বসেরা একটা স্কোয়াড ও কোচ রয়েছে। আরেকটি ক্লাব আছে পিএসজি। সেখানেও গেলে মন্দ হয় না। আমাদের এখন অপেক্ষা করতে হবে, সে তার নতুন সুখের ঠিকানা কোথায় খুঁজে নেয় সেটা জানার জন্য।’