দেশ ও জাতির প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ।
দুপুরে, চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও নবম পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দেশের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্রবাহিনীকে শক্তিশালী করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে প্যারেড ঘুরে দেখেন তিনি। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কুচকাওয়াজ ও প্যারেডের সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিন বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদ সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।