Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

আত্রাইয়ে বন্যায় তিন স্থানে সড়ক ভেঙ্গে শতাধিক গ্রাম ও বাগমারার ১০ টি ইউনিয়ন প্লাবিত।

রেজাউল করিম বাগমারা প্রতিনিধি : গত কয়েক দিন ধরে প্রবল বর্ষণ. উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই নদীর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার আত্রাই হইতে বান্দাইখাড়া হয়ে জোকার হাট পযন্ত সড়কের তিন স্থানে ভেঙ্গে যাওয়ার কারণে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত সহ জেলা ও উপজেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আত্রাই নদীর তীরবর্তী বান্দাইখাড়া আত্রাই ও আত্রাই সদর থেকে নাটোর জেলায় সিংড়া সড়কের বিভিন্ন জায়গায় ফাটল ধরায় উপজেলা প্রশাসন ভারি যানবাহন চলাচলে নিষিদ্ধ ঘোষনা করেছে। বন্যার কারনে আত্রাই উপজেলার ৭নং কালিকাপুর ইউনিয়নের আটগ্রাম, গন্ডোগোহালী শুটকিগাছা জাতোপাড়া ব্রামনিগ্রাম গোয়ালবাড়ি পাইকড়া ধনেশ্বর ও হাটকালুপাড়া ইউনিয়নের নন্দলালী বান্দাইখাড়া সন্ধাজ বাড়ি চকশিমলা হাটুরিয়া দ্বীপচাঁদপুর পাহাড়পুর কোচায়া জিয়ারী গ্রাম বিলবাড়ি বড়বাড়ি সহ অনেক ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে ও শত শত  পুকুরের পাড় ডুবে মাছ চলে গেছে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পানি বন্দি মানুষগুলো রাস্তার ধারে খাওয়া দাওয়া ও বিশুদ্ধ খাবার পানি সংকটময়। গবাদি পশু নিয়ে বেকায়দায় আছে। সরকারী পর্যায় থেকে জরুরী সহযোগীতায় লক্ষে ত্রান তৎপরতার শুকনা খাবার ও চাল বিতরণ শুরু করেছে বলে জানান আত্রাই উপজেলার প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী। পাশ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১০ টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। ঝিকরা ইউনিয়নের নারায়নবাড়ি গ্রামের পূর্ব পাড়া পানির নিচে তলিয়ে গবাদি পশু ছাগল মানবেতর জীবন যাপন করছে, রায়সেন পাড়া জিয়ান্দপাড়া, নামকান ঝিকরা পূর্ব পাড়া মরুগ্রাম ডাঙ্গাপাড়া রায়নগর কুদাপাড়া বারুইপাড়া, ঝিকরা মাধাইমুড়ি খালিশপাড়া শিবদেবপাড়া ভানসিপাড়া গুনিয়াডাঙ্গা খোর্দ্দিনা ঝাড়গ্রাম ও বড়বিহানালী ইউনিয়নের বাগান্না বাঘাবাড়ি লিচুপাড়া বড়কয়া ছোটকয়া বন্যা প্লাবিত হয়ে শত শত পুকুরের পাড় ডুবে মাছ চলে গেছে ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top