রেজাউল করিম বাগমারা প্রতিনিধি : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৪নং বড়বিহানালী ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জাকিরুল ইসলাম সান্টু। রোববার ৫ জুলাই ২০২০ ইং সকাল ১০ টা থেকে উপজেলা বড়বিহানালী ইউনিয়নের কাজিপাড়া আহলে হাদিস ঈদগাহ মাঠ। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ইউনিয়ন ভূমি অফিস কেন্দ্রীয় পূজামণ্ডপ খালিশপুর বৃদ্ধাশ্রম সহ- বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফলদ বৃক্ষরোপণ করেন তিনি। বৃক্ষরোপণের সময় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জাকিরুল ইসলাম সান্টু সাথে উপস্তিত ছিলেন বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী সরদার, আওয়ামী লীগ নেতা নিমাই চন্দ্র সরকার, ইউপি সদস্য আজিজুর রহমান, ইউপি সদস্য আঃ জব্বার, আ,লীগ নেতা শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের জন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণের সময় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জাকিরুল ইসলাম সান্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রত্যক মানুষকে তিনটি করে চারা রোপণের জন্য আহবান জানান।
বাগমারায় জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি জাকিরুল ইসলাম সান্টুর বৃক্ষরোপণ কর্মসূচি
Share!