রাজধানীর বকশিবাজারে অস্থায়ী বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
বেলা পৌঁনে ১১ টায় আদালতের কার্যক্রম শুরু হয়। সূচনাতেই খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ জানিয়ে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। বিশেষ জজ আবু আহমেদ জমাদার আবেদনটি বিবেচনা করে খালেদা জিয়ার অনুপস্থিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন। মামলার সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদকে খালেদা জিয়ার পক্ষে অসমাপ্ত জেরা শুরু করেন তার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা দুই মামলার বিচার চলছে বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে।