চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা একটি হোটেল ধসের তিন দিন (৬৯ ঘণ্টা) পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের কোয়াঝো শহরের ওই হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
গত শনিবার হোটেলটি ধসের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন। খবর সিনহুয়ার।
মঙ্গলবার বিকালে ওই ব্যক্তিকে উদ্ধারের পর পরই হাসপাতালে নেয়া হয়। এর আগে ভবনটি ধসের ৫২ ঘণ্টা পর গত সোমবার মধ্যরাতের দিকে ১০ বছরের একটি ছেলে এবং তার মাকে উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া সর্বশেষ এই তিনজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চীনের বেশিরভাগ অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে লোকজনকে অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে।
যারা ভাইরাসটি সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন, কোথাও ভ্রমণ করেছেন এবং তাদের বসবাসের অঞ্চল থেকে বাইরে গিয়েছিলেন।
ধসে পরা ভবনটি নিয়মনীতি না মেনেই তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।