ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন।
ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজার (আ.) মাজার থেকে প্রতি নববর্ষে এ ভাষণ দেন তিনি। খবর আলজাজিরার।
সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফার্সি নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়। মার্চ মাসের ২০ তারিখে ফার্সি নতুন বছর শুরু হবে।
ইরানে চলমান করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের আলোকে এবারের নববর্ষের ভাষণ বাতিল করা হয়।
করোনাভাইরাস নির্মূলে ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশাবলি ইরানের জনগণ যথাযথভাবে মেনে চলবে বলেও সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন আরও কয়েক হাজার মানুষ।
প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ মোকাবেলায় চরম হিমশিম খাচ্ছে ইরান। এমনকি দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাও ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেন, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ সংসদ সদস্য। রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাও। মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
এরই মধ্যে এমন আতঙ্কগ্রস্ত পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইরান সরকার অস্থায়ীভাবে ৭০ হাজার কারাবন্দিকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে।