রেলওয়ে পূর্বাঞ্চলের নারী কর্মচারীর বাসায় হামলার অভিযোগে মো. শাহজাহান (৩৫) নামে আরেক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে নগরীর ঝাউতলা থেকে আটক করেছে খুলশী থানা পুলিশ। মো. শাহজাহান রেলওয়ের খালাসি পদে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আগেও রেলওয়ে পূর্বাঞ্চলের এক শীর্ষ কর্মকর্তার বাসায় হামলা চালানোর অভিযোগ আছে। সর্বশেষ শুক্রবার রাতে যে নারী কর্মচারীর বাসায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তিনি সিআরবির নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খুলশী থানার এএসআই শহীদ শরীফ জানান, শুক্রবার রাতে শাহজাহান তার প্রতিবেশী নারী কর্মচারীর বাসায় হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ওই বাসায় টিনের সীমানা প্রাচীরও তারা উপড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে শাহজাহানকে আটক করে থানায় নিয়ে আসে।
হামলার শিকার নারী কর্মচারী অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা দায়েরের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। বলেন এএসআই শহীদ শরীফ। রেলওয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রেলওয়ের নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে শাহজাহান বারবার হামলার ঘটনা ঘটাচ্ছে।