Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

পুরাতন ভবনগুলো সংস্কার করে ভুমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে: ডা. এনাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ হিতিওসী হিরাতাসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত করেছেন। বুধবার সচিবালয়ে মন্ত্রনালয়ের অফিসকক্ষে এ সাক্ষাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে জাপানের মত ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা। এজন্য পুরাতন ভবনগুলো সংস্কার করে ভুমিকম্প সহনীয় করে গড়ে তোলা হবে । ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে এবং বংলাদেশের স্থপতি ও প্রকৌশলীদের এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদানে  জাইকা’র আর্থিক ও কারিগরি সতায়তা কামনা করেন প্রতিমন্ত্রী। প্রতিনিধিদলের নেতা বাংলাদেশের  প্রশংসা করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল ।  ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণে  জাইকা প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সতায়তা প্রদান করবে বলে প্রতিনিধিদলের নেতা প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন ।

সাক্ষাতকালে প্রতিনিধিদল জাইকা’র অর্থায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রনালয়ের বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় । চলমান প্রকল্পসমুহের অগ্রগতিতে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করে এবং অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top