ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা বলেছেন, ভারতকে দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস। পাকিস্তানে খেলা বা না খেলা নিয়ে কোনো দেশকে প্রভাবিত করার মানসিকতা আমাদের নেই।
তিনি আরও বলেন, পাকিস্তানের উচিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে শেখা, কীভাবে নিজেদের দেশে ক্রিকেট চালাতে হয়। আমার মনে হয় না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মতো বেফাঁস মন্তব্য করার সময় ভারতের মন্ত্রীদের আছে।
তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সফরের ব্যাপারে সিদ্ধান্ত হীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি সম্প্রতি দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তান সফরে না যাওয়ার জন্য ভারত প্রভাবিত করছে।
মেহমুদ কুরেশি বলেছেন, বাংলাদেশের উচিত ভারতের কথায় কর্ণপাত না করে পাকিস্তান সফরের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া।