বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের পেসার তাসকিন আহমেদ তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তিন ম্যাচে একটি উইকেটও পাননি। এ জন্য নিজেকে দায়ী করছেন তিনি। কাল মিরপুর একাডেমি মাঠে এই ডান-হাতি পেসার বলেন, ‘কিছুটা দুঃখজনক যে, শেষ তিন ম্যাচ খেলার সুযোগ হয়নি। এটা ক্যারিয়ারের অংশ। সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করব। এছাড়া যে তিনটি ম্যাচ খেলে কোনো উইকেট পাইনি, এ নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না। চেষ্টা করছি উন্নতি করার। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা থাকবে।’
এবার বিপিএলে অনেক রান হচ্ছে। ব্যাটিংবান্ধব উইকেট বলে নিজের ব্যর্থতা পাশ কাটাতে চান না তাসকিন। ২৪ বছর বয়সী এই পেসার বলেন, ‘সত্যি বলতে, আমার দু’একটা লুজ বলে বাউন্ডারি হয়েছে। চট্টগ্রামে উইকেট এমন যে ভালো বলেও বাউন্ডারি এসেছে। সব মিলিয়ে ব্যাটিংবান্ধব উইকেটে বিপিএল হচ্ছে। এটা যদিও অজুহাত হতে পারে না। আমি নিজে ভালো করতে পারিনি। এটা আমারই ব্যর্থতা।’
তাসকিনের মতো তার দলও ব্যর্থ। ছয় ম্যাচে রংপুরের জয় মাত্র একটি। শেষ চারে উঠতে হলে বাকি সব ম্যাচে জিততে হবে। সেটা কঠিন। তাসকিন বলেন, ‘শেষ চারে খেলতে হলে আমাদের সব ম্যাচ জিততে হবে। পরের ম্যাচগুলোতে আক্রমণাত্মক খেলতে হবে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওয়াটসন এসেছেন। তিনি আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে উৎসাহিত করছেন।’ আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর মুখোমুখি হবে সিলেট থান্ডারের।