ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতিকে বৈধতা দেয়ার মার্কিন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আরব নেতারা।
সোমবার মিসরের রাজধানী কায়রোয় আরব লীগের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপারে মার্কিন সিদ্ধান্ত মেনে নেবেন না বলে ঘোষণা দেন তারা। খবর আল আরাবিয়ার।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সিদ্ধান্তের আইনি কোনো যৌক্তিকতা নেই এবং এটা জাতিসংঘ রেজুলেশনের পরিপন্থী।’ সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোকে নিন্দা জানিয়েছেন তারা।
গত প্রায় সাত দশকে ফিলিস্তিনের বিশাল অঞ্চল জবর দখল করে বসতি গড়েছে ইসরাইল। চলতি সপ্তাহে দেশটির এই দখলকাণ্ডকে ‘বৈধ’ বলে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র এই দখলদারিত্বকে অবৈধ বলে বর্ণনা করেছিল এবং ফিলিস্তিনরা ভবিষ্যতে সেখানে রাষ্ট্র তৈরির জন্য জমি দাবি করেছিল, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়গুলো সমর্থন জানিয়েছিল।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল এবং ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে তার নীতি পরিবর্তন করতে অবিচল থেকেছেন। সঙ্গে সঙ্গে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে রাজনৈতিক সমর্থন জোরদারের লক্ষে পদক্ষেপ নিয়েছেন।