Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে রোল মডেল বাংলাদেশ: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে একটি রোল মডেল। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে আছেন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বুলবুলের আঘাতে পিরোজপুর জেলায় যে ক্ষতি হয়েছে তা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আপনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নাজিরপুরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা পরিষদের উদ্যোগে উপজেলার নিহত পরিবারকে ২০ হাজার ও ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের প্রত্যেককে ৫হাজার টাকার আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফ প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top