গত কয়েকদিন ধরেই ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। হাসপাতালে ভর্তি আছেন তিনি। কয়েকদিন আগে ছোটখাটো একটা হার্ট অ্যাটাকও হয়েছে তার। এরইমধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, নওয়াজ শরিফের অবস্থা খুব একটা ভালো নয়। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।
মঙ্গলবার এক টুইটার বার্তায় একথা জানান চিকিৎসক ড. আদনান খান। তিনি লিখেছেন, নওয়াজ শরিফের অবস্থা আশঙ্কাজনক। একদিকে রক্তে প্ল্যাটিলেট সংখ্যা কম, অন্যদিকে হার্ট অ্যাটাক। দুইয়ে মিলে অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সেইসঙ্গে কিডনি ফাংশন খারাপের দিকে যাচ্ছে। প্রেসার, সুগার দুটোই বাড়ছে বলে জানান তিনি।
এদিকে অসুস্থতার কারণে আল আজিজিয়া স্টিল মিলস মামলায় নওয়াজ শরিফের ৮ সপ্তাহ সাজা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার এক শুনানিতে এ আদেশ দেয়া হয়।
২০১৮ সালের ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল মিলস মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল মুসলিম লীগ-এন’র সাবেক প্রধান নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ড দেয় অ্যাকাউন্টাবিলিটি আদালত। এ দিন তার অন্তবর্তীকালীন জামিনের মেয়াদও শেষ হয়েছিল।