সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত ধুমঘাট গ্রামে এখন আলো ছড়াচ্ছে সৌরবিদ্যুৎ। রাজা প্রতাপাদিত্যের রাজধানী খ্যাত ঐতিহাসিক এই গ্রাম এখন পরিচিতি পেয়েছে সোলার গ্রাম হিসেবে। বিদ্যুতের সুবিধা পাওয়ায় আধুনিকতার ছোঁয়া লেগেছে পুরো গ্রামে।
ইতিহাসখ্যাত রাজা প্রতাপাদিত্যের রাজধানী ছিল এই ধুমঘাট। তবে সেই স্বর্ণযুগ এখন অতীত। কালের পরিক্রমায় ঐশ্বর্য হারিয়ে সাধারণ এক গ্রামে পরিণত হয় ধুমঘাট।
তবে আবারো সমৃদ্ধির পথ ধরেছে গ্রামটি। বছরখানেক আগে একটি প্রকল্পের আওতায় ধুমঘাটের প্রতিটি বাড়িতে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে এ গ্রামের ১৪০টি বাড়িতে বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্যানেল সরবরাহ করেছে জেলা প্রশাসন। আর এর মাধ্যমে বদলে যাচ্ছে গ্রামবাসীর জীবন।
অজগ্রামের পরিচিতি দূর হয়ে ধুমঘাটে আসছে আধুনিকতার ছোঁয়া। প্রায় প্রতিটি বাড়িতেই আনা হচ্ছে আধুনিক ইলেক্ট্রনিক্স পণ্য।
সৌরবিদ্যুতের কারণে গতি এসেছে আর্থিক কর্মকাণ্ড ও শিক্ষায়। প্রকল্পের অগ্রগতিতে খুশি সাধারণ মানুষ ও প্রশাসন।
ধুমঘাটের এই দৃষ্টান্ত দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলেও অনুসরণ করা সম্ভব বলে মনে করছে স্থানীয় প্রশাসন।