Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

ভোলার ঘটনার প্রতিবাদে হেফাজতের কর্মসূচি

ভোলার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। গতকাল ভোলায় জনতা-পুলিশ সংঘর্ষে ‘চারজনকে হত্যার জন্য দায়ী’ পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছে তারা। আজ সোমবার চট্টগ্রামের হাটহাজারিতে আল জমিয়তুল আহলিয়া দারুলউলুম মইনুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা বাবু নগরী। ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে ঘৃণাপ্রসূত পোস্ট দেয়া ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে। একই সঙ্গে যারা রোববারের সংঘর্ষে নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংবাদ সম্মেলনে বাবু নগরী বলেন, ঘৃণাপ্রসূত কথোপকথনের বিষয়ে তদন্ত করেছে হেফাজত। তদন্তে দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারী নিজে ইচ্ছাকৃতভাবে ওই পোস্ট দিয়েছিলেন। তার একাউন্ট হ্যাক করা হয় নি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top