মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অর্ধেক পেরিয়ে গেলেও এখনো বিদেশি ক্রেতা-দর্শনার্থী নেই বললেই চলে। ফলে শেষ পর্যন্ত ভালো রপ্তানি আদেশ না পাওয়ায় আশঙ্কা দেশিয় প্রতিষ্ঠানগুলোর।
তবে অভ্যন্তরীণ বেচা-বিক্রি নিয়ে সন্তুষ্ট মেলায় অংশগ্রহণকারীরা। আর মেলা উপলক্ষ্যে প্যাকেজ আর ছাড় সুবিধা থাকায় খুশি স্থানীয় ক্রেতারা।
দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকার পাশাপাশি আবহাওয়া অনুকূল থাকায় শুরু থেকে জমে ওঠে এবারের বাণিজ্য মেলা। অভ্যন্তরীণ বেচাকেনাও হচ্ছে ভালো। তবে মেলায় নেই তেমন বিদেশি ক্রেতা-দর্শনার্থী। ফলে কাঙ্খিত রপ্তানি আদেশ না পাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ ছাড়। সাধারণ ক্রেতা-দর্শনাথীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা।
মেলায় মূল্যছাড়ই মূল আকর্ষণ বলছেন ক্রেতারা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃপক্ষ বলছে, বিদেশি ক্রেতা আশানুরূপ না হলেও দেশিয় ক্রেতা-বিক্রেতার মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করছে এ মেলা।
বেশকিছু জটিলতার কারণে কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়নি এবারের মেলায়।