রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাগমারার উন্নয়নের রুপকার ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ করে চলেছেন । ভালো শিক্ষাথী পেলে সরকার ভালো ম্যানের শিক্ষক আর শিক্ষার পরিবেশ। যদি শিক্ষা প্রতিষ্টানের কোন অবকাঠামো না থাকে দেখে শিক্ষাথীরা কোথায় বসে লেখাপড়া শিখবে। কিভাবে দেয়া হবে শিক্ষাথীদের উপযুক্ত পাঠদান। তাই সবার আগে দরকার শিক্ষা প্রতিষ্টানের অবকাঠামো গত উন্নয়ন। সে সকল চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ব শেখ হাসিনা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন করে চলেছেন। গত সোমবার (১৪ অক্টোবর) কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামীলীগ সরকার বছরের প্রথম তারিখে দেশের লাখ লাখ শিক্ষাথীদের হাতে বই তুলে দেন। শিক্ষাথীরা যাতে পাঠদান থেকে বাদ না পড়ে সে জন্য তাদেরকে শিক্ষা সহায়তা প্রদান করে সরকার। চালু করা হয়েছে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা। শিক্ষকদের উদ্যোশ্যে বলেন, শুধু শিক্ষা প্রতিষ্টান পেলেই কাজ শেষ হয়ে গেলোনা। ভালো শিক্ষার জন্য শ্রেণী কক্ষ দরকার। তেমনি শিক্ষকদের দায়িত্বকে সঠিক ভাবে পালন করতে হবে। শিক্ষকদের উপরেই প্রতিটি ছাত্রের ভবিষ্যৎ নির্ভর করে। শিক্ষাথীদের ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলায় শিক্ষকদের একমাত্র লক্ষ্য হওয়া দরকার। মাষ্টার আবু জাফর এর পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল রাজশাহীর -সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উর্দ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, কার্যকরী কমিটির সদস্য বকুল খরাদী, হাছেন আলী, সামসুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা-ভাইস-চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াদ আলী, জেলা আওয়ামীলীগের সদস্য জাহানারা বেগম, সালেহা -ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, অর্জনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী সাধন,এইচ আর কনট্রাশানের প্রতিনিধি বকুল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রউফ সহ-স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
বাগমারায় কামারবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিতিপ্রস্তুরের উদ্বোধন।
Share!