বন্দরনগরীর সবুজ সৌন্দর্য ফিরিয়ে আনতে শহরের সব বিলবোর্ডই উচ্ছেদ করা হবে। সেই সাথে, সড়ক বিভাজক আর ফুটপাত সাজানোর পাশাপাশি এক রঙে রাঙানো হবে রাস্তার পাশের সব ভবন। ‘সবুজে সাজবে চট্টগ্রাম’ কর্মসূচির উদ্বোধন করে এমন কথা জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সবুজে সাজবে চট্টগ্রাম-এই কর্মসূচির অংশ হিসেবেই নগরীর জামালখান ওয়ার্ডে নতুন এই সাজ। যেখানে, সবুজ গাছ আর আলোকসজ্জায় সাজানো হয়েছে সড়ক বিভাজক।
কর্মসূচির উদ্বোধন করে, সিটি মেয়র জানান, দৃষ্টিনন্দন এমন সাজ দেয়া হবে পুরো শহরে। যার নাম দেয়া হয়েছে, ক্লিন চট্টগ্রাম, গ্রীন চট্টগ্রাম। এতে কর্পোরেশন যেমন সব সড়ক বিভাজক-ফুটপাত সাজাবে, তেমনি নগরীর রাস্তার পাশে সব বাড়ি একটি রঙে রাঙাবে ভবন মালিকরা।
বারবার উদ্যোগ নিয়েও অপসারণ করা যাচ্ছেনা নগরীর প্রাকৃতিক সৌন্দর্য ঢেকে দেয়া অবৈধ বিলবোর্ড। তবে এবার বৈধ-অবৈধ সব বিলবোর্ড উচ্ছেদে ক্রাশ প্রোগ্রাম চালানোর কথা বলছেন মেয়র।
পরিবর্তন আনা হচ্ছে রাতের বেলা ময়লা ফেলার নির্দেশ অমান্যকারীদের শাস্তিতেও। এজন্য জরিমানার পাশাপাশি মিলবে কারাদন্ডও।
এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে চলতিবছরের মধ্যেই চট্টগ্রামকে নতুন সাজ দেয়া সম্ভব বলে মনে করেন সিটি মেয়র।