জ্বলছে অ্যামাজন জঙ্গল। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। ওই আগুন নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলন থেকে যে সহায়তা দেয়ার কথা বলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে ব্রাজিল সরকার। উল্টো ব্রাজিল সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে তার ‘নিজের দেশ ও তার কলোনিগুলোর’ যতœ নেয়ার পরামর্শ দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অ্যামাজন জঙ্গলের ভয়াবহ অগ্নিকা- থামাতে জি-সেভেন শীর্ষ সম্মেলন থেকে দুই কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এই অর্থ প্রত্যাখ্যান করে জি-১ সংবাদভিত্তিক ওয়েবসাইটকে প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর চিফ অব স্টাফ ওনিক্স লরেনজোনি বলেছেন, আমরা এমন প্রস্তাবের প্রশংসা করি। কিন্তু আমাদের মনে হয় ইউরোপে নতুন করে বনায়নের জন্য এসব অর্থ ব্যয় করা হবে অধিক যুক্তিযুক্ত।
জ্বলছে অ্যামাজন, জি-সেভেনের সহায়তা প্রত্যাখ্যান ব্রাজিলের
Share!