ছুটির দিন মানেই যেন লোকে লোকারণ্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবারের পর শনিবারেও তাই দূর দূরান্ত থেকে দলে বলে কিংবা সপরিবারে মেলায় এসেছেন দর্শনার্থীরা। সার্বিকভাবে বেচাবিক্রিতে খুশী বিক্রেতারাও।
বাণিজ্য মেলার প্রতি মানুষের আগ্রহ বরাবরই। ফলে ছুটির দিনের ভিড়টা একটু বেশি।
ছুটির দিনে অনেকে মেলায় যান সপরিবারে। অনেকেরই আগ্রহ আসবাবপত্রের স্টলগুলোয়। প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে নানা রকমের ছাড় আর উপহার।
তরুণদের ভিড় দেখা গেছে মোবাইল ফোনের দোকানগুলোতে।
তবে কেবল কেনাকাটা নয়, ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে অনেকে আসেন সময় কাটাতে।
শুরুর দিকে বিক্রি নিয়ে কিছুটা হতাশা থাকলেও, এখন ব্যবসায়ীরা খুশি। আশা করছেন, আগামী দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।
মাসব্যাপী এই বাণিজ্য মেলা এরই মধ্যে পার করেছে অর্ধেক সময়। বাকি সময়ও মেলা জমজমাট থাকবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।