নওগাঁর মান্দায় ব্যাটারি চুরির অপবাদ দিয়ে তহির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার পর অপমৃত্যু বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। নিহত তহির উদ্দিন উপজেলার চক-কুসুম্বা গ্রামের লাল মোহাম্মদের ছেলে। সোমবার সকালে নিহতের বাড়ির উত্তর পার্শ্বে রাকিব নার্সারী থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত দু’দিন আগে একই গ্রামের মৃত আকবরের ছেলে সুলতান মাহমুদ রায়হানের ট্রাক্টরের ব্যাটারি কে.কে বিক্স নামক ইটভাটা থেকে চুরি যায়। ব্যাটারি চুরি সন্দেহে তহির উদ্দিনকে বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি শুরু করে ট্রাক্টর মালিকের লোকজন কলিম, আব্দুল মালেক এবং ময়নুলসহ কয়েকজন। রোববার রাতে তহির উদ্দিন তার নাতীকে প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে দেখতে যান। সেখান থেকে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে কলিম, আব্দুল মালেক এবং ময়নুলসহ কয়েকজন তাকে থামতে বলা হলে দৌড় দেয় তহির উদ্দিন। এরপর থেকেই তিনি নিখোঁজ। সকাল ৭টার দিকে নার্সারীতে শ্রমিকরা কাজ করতে গিয়ে তহির উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়। নিহতের পরিবারের দাবী তহির উদ্দিনকে হত্যা করা হয়েছে।নিহতের মা জরিনা বেওয়া অভিযোগ করে বলেন, ব্যাটারি হারানো পর কলিম, আব্দুল মালেক এবং ময়নুলসহ কয়েকজন আমার ছেলে তহির উদ্দিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। ক্লিনিক থেকে ছেলে বাড়ি ফেরার সময় তারা আটকের জন্য ধাওয়া করে। এরপর থেকেই ছেলে নিখোঁজ হয়। সকালে ছেলের মৃত্যুর খবর পেয়ে ক্লিনিক থেকে বাড়ি আসি। আমার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। প্রভাবশালীরা এখন আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবী করেন তিনি।
অপমৃত্যু বলে চালিয়ে দেয়ার অভিযোগ : চুরির অপবাদে হত্যা
Share!