রোববার দুপুরে নগরীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাে. মােজাম্মেল হক এ কথা জানান। ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশংকাজনকহারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে ভাড়া আদায় ও যাত্রী হয়রানীর বিষয়টি বিগত ২০১৬ সাল থেকে পর্যবেক্ষণ করে আসছে।যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মােজাম্মেল হক চৌধুরী বলেন: বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি তুলনামূলক ভালাে। নৌ-পথ বহরে যুক্ত হয়েছে নতুন যান, রেলপথেও বেশ কয়েক জোড়া নতুন রেল ও বগি সংযুক্ত হয়েছে।তিনি বলেন: সিডিউল বিপর্যয় ও টিকিট কালােবাজারী, ফেরি পারাপারে ভােগান্তিসহ নানা কারণে যাত্রী হয়রানি বেড়েছে। বিগত ঈদুল ফিতরের ন্যায় এবারও যাত্রীসাধারণকে আগেভাগে বাড়ি পাঠানোর সুযোগটা কাজে লাগানো গেলে ঈদযাত্রা আরাে স্বস্তিদায়ক করা যেতা বলে মন্তব্য করেন তিনি।
ঈদযাত্রায় ২০৩ সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত
Share!