ভারতের রাজধানী দিল্লির জাকির নগরে একটি আবাসিক ভবনে আগুন লেগে দুই শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোররাতে চার তলা ওই ভবনটিতে লাগা আগুনে আরও ১১ জন আহত হয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।
জামিয়া মিল্লিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছে ঘনবসতিপূর্ণ জাকির নগরের ওই ভবনটিতে স্থানীয় সময় ভোররাত প্রায় ২টার দিকে আগুন লাগে। একটি বৈদ্যুতিক সার্কিট থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
আহতদের মধ্যে পাঁচ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মালা। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি।
এক টুইটে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হতাহতদের পরিবারগুলোকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
Share!