Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

ঢাকা-বেনাপোল সরাসরি ট্রেন সার্ভিস ১৭ই জুলাই

প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে ঢাকা-বেনাপোল সরাসরি রেল সার্ভিস। রাজধানী ঢাকার সঙ্গে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে সরাসরি রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে। এজন্য চালু করা হচ্ছে, একটি বিলাসবহুল বিরতীহীন ট্রেন সার্ভিস। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ই জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।

ইতিমধ্যে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বেনাপোল স্থলবন্দর ও যশোর রেল স্টেশন পরিদর্শন করে এ সংক্রান্ত খুটিনাটি বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের চীফ কমার্শিয়াল অফিসার শাহনেওয়াজ বলেন, প্রথম পর্যায়ে ঢাকা বোনাপোল বিরতিহীন ট্রেন সার্ভিসটি ২৫শে জুলাই উদ্বোধন করা হবে বলে রেলমন্ত্রী নিশ্চিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে তা এগিয়ে এনে ১৭ই জুলাই সকাল ১০টায় করা হয়েছে। এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই সার্ভিসটি উদ্বোধন করবেন বলে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top