বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় বিস্কুট ফ্যাষ্টরিতে চাঁদাবাজির সময় ভুয়া তিন ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার জনগণ। বাগমারা থানার পুলিশ জনগণের হাত থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।ওই ঘটনার পর থেকে এলাকার লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় সোমবার দুপুরে উপজেলার মোহনগঞ্জ বাজারে আঃ রউফ নামের এক ব্যবসায়ীর বিস্কুট ফ্যাক্টরিতে উপরক্তো ব্যাক্তিগণ নিজেদের ভাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন ফ্যাষ্টরীর মালিক তাদেরকে দুই হাজার টাকা বিস্কুট কেক ও সিগারেট দিয়ে বিদায় করে দেন। তাদের আচরণে সন্দেহর সৃষ্টি হলে এলাকার লোকজন ছুটিতে আসা স্থানীয় এক জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌছে তাদের গাড়ি থামিয়ে চালেন্স করে ,জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট হমায়ন কবির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম ও বাগমারা থানার ওসি আতাউর রহমানকে অবহিত করেন ওসি আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
বাগমারায় তিন ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
Share!