ব্রাহ্মণবাড়িয়ায় গতকালের সংঘর্ষের জেরে শহরে বিক্ষোভের পাশাপাশি রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা।এতে ব্রাহ্মণবাড়িয়ার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। পুলিশ জানায়, সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বেরিকেড দেয় আন্দোলনকারিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবিও।
মাদরাসা শিক্ষার্থীদের দাবি, গতকালের সংঘর্ষে তাদের একজন নিহত হয়েছে। তাই আগামীকাল শহরে হরতালের ডাক দেয় তারা। জেলা পরিষদ মার্কেটে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে গতকাল মাদ্রাসা ছাত্রদের সাথে ব্যাবসায়ীদের তর্ক-বিতর্ক ও সংঘর্ষ হয়। পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা যোগ দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে।