রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ আওয়ামীলীগর মূলনীতি। ১৯৪৯ সালে ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্টা লাভ করে। আসন্ন বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদপ্রাথী ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের -সহ সভাপতি মুহম্মদ শাহাদৎ হোসেন মাষ্টার( বি,এস,সি,বি,এড) আওয়ামীলীগের ত্যাগী নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে অভিমত তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীর। আওয়ামীলীগ বা সহযোগী সংগঠনের যে কোন দলীয় কর্মসূচী উদযাপনে নেতাকর্মীরা প্রথমে ছুটে যায় আওয়ামীলীগের এই তরুন নেতার কাছে। আর তিনি এ সব নেতাকর্মীদের পাশে থাকেন, যে কোন বিপদ আপদে ছুটে যান নেতা কর্মীর পাশে সাদরে গ্রহণ করে সাধ্য মতো চেষ্টা করে যান যে কোন সাহায্যের জন্য। আওয়ামীলীগের এই উদিয়মান তরুন নেতার কাছে। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের -সভাপতি নির্বাচিত হলেও ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ হবে একটি অন্যতম শক্তিশালী সংগঠণ। মুহম্মদ শাহাদৎ হোসেন মাষ্টার ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল প্রতিটি নেতা কর্মীর সাথে আছে তার বিচরণ। = সৌজন্যেঃ মা-ফামের্সী ঐষুধের দোকান প্রোঃ মোঃ মিজানুর রহমান মাষ্টার মদাখালী বাজার বাগমারা রাজশাহী।
ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতা মুহম্মদ শাহাদৎ হোসেন মাষ্টার( বি, এস,সি, বি,এড)
Share!