দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতায় মানুষের ভোগান্তি বাড়লেও রাজধানীর চিত্র ভিন্ন। এখানে শীত জেকে না বসায় খুব একটা বিক্রি নেই মোটা কাপড়ের। ফলে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।
বড় বড় শপিংমল থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ীদেরও একই অবস্থা। বিক্রেতারা আশা করছেন, চলতি মাসে শীত বাড়লে শেষ মুহূর্তে হলেও চাঙ্গা হবে তাদের ব্যবসা।
পৌষ মাস প্রায় শেষ। শুরু হবে মাঘ। দেশের বিভিন্ন স্থানে আছে শীতের তীব্রতা। পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তিও।
তবে রাজধানীর চিত্র ভিন্ন। এখানে শীতের প্রকোপ নেই। আর প্রকৃতির এমন আচরণে মাথায় হাত ব্যবসায়ীদের।
এই যেমন বঙ্গবাজার। এখানে খুচরা কিংবা পাইকারি বিক্রি হয় সমান তালে। দোকানিরা ছোট-বড় সব বয়সীর জন্য বাহারি রঙের সোয়েটার, জ্যাকেটসহ নানান পোশাকের পসরা নিয়ে বসে আছেন। জানালেন, শীত নেই তো বিক্রিও নেই।
ব্যবসার এমন অবস্থায় বড় লোকসানের আশঙ্কা তাদের। অভিজাত শপিংমলের ছবিটাও ভিন্ন নয়। দোকানে দামি ও আকর্ষণীয় সব শীতের পোশাক থাকলেও নেই ক্রেতার সমাগম। অন্য বিক্রেতাদের সঙ্গে তুলনা করে কেবল আক্ষেপের কথাই শোনালেন ব্যবসায়ীরা।
পণ্যের বাড়তি বিক্রিতে দেয়া হয় বিশেষ বিশেষ ছাড়। তবে বিক্রেতারা জানালেন, শীতের তীব্রতা না থাকায় এই কৌশলও এখন ব্যর্থ।
তবে এখনো হতাশ নন তারা। জানালেন, জানুয়ারিতে টানা কয়েকদিনের শীত পাল্টে দিতে পারে তাদের ব্যবসার চিত্র। সেই আশায়ই প্রহর গুণছেন ব্যবসায়ীরা।