অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীকে সিঙ্গাপুরের পথে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীকে ভর্তি করা হবে। সুবীর নন্দীর শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাঁর সঙ্গে গেছেন মেয়ে ফাল্গুনী নন্দী। বেলা আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে।
এর আগে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে সংগীতশিল্পী সুবীর নন্দীকে গতকাল সোমবার রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হয়নি। রাত ১১টার দিকে তাঁকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার ফিরে আসে। পরে সুবীর নন্দীকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
বীর নন্দী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। সেখানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। পাশাপাশি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার চিকিৎসা চলছে।
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবীর নন্দীকে গত ১৪ এপ্রিল সিএমএইচে ভর্তি করা হয়। এদিন ট্রেনযোগে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসার পথে কয়েকবার তিনি বমি করেন, গলায় প্রচন্ড ব্যথা অনুভব করেন। খুব অসুস্থ বোধ করায় তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পর তার হার্ট অ্যাটাক হয়। এরপরই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
জানা যায়, তিনি বহুদিন ধরে দীর্ঘমেয়াদী কিডনি রোগে ভুগছেন ও ডায়ালাইসিস নিচ্ছেন। ২০১৩ সালে আমেরিকায় তার বাইপাস সার্জারি হয় এবং এ বছরের ফেব্রুয়ারিতে আবার এনজিওপ্লাস্টি করা হয়। সিএমএইচের ইমার্জেন্সিতে হার্ট অ্যাটাক হওয়ার আগে তার রক্তে পটাশিয়ামের মাত্রা ছিল অনেক বেশি।