Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

২০১৫ সালে সড়কে প্রাণ হারিয়েছে ৮ হাজার ৬৪২ জন

২০১৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৪২ জন। এছাড়া আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’ সড়ক দুর্ঘটনা বিষয়ে এই প্রতিবেদন তুলে ধরে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ উল্লেখসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশে মোট ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনা হয়েছে।

এছাড়া প্রতিবেদনটিতে সড়ক দুর্ঘটনার জন্য ১৪টি কারণ শনাক্ত এবং সমাধানের জন্য ১০টি সুপারিশ করা হয়। ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি’র প্রতিবেদনে আরো বলা হয়, দুর্ঘটনায় আহতদের মধ্যে হাত-পা হারিয়েছে বা অন্য কোনো অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ১ হাজার ৩০৫ জন। দুর্ঘটনায় নিহত এবং আহতদের সিংহভাগই পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। এতে সংশ্লিষ্ট পরিবারগুলো দারিদ্যের কাতারে নেমেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top