রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়।
ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযানের আটকের বিষয়টি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বার্তায় নিশ্চিত করেছে।
ডিএমপি থেকে পাঠানো বার্তায় জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ১৮০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা, ৯টি নেশা জাতীয় ইনজেকশন ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা হয়েছে।