বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও উন্নয়নে ফ্রান্সের এজেন্স ফ্রঁসে দো ডেভেলপমেন্ট (এএফডি) -এর সহায়তায় ঋণ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রদানের উদ্দেশ্যে ৫০ মিলিয়ন ডলারের এ তহবিল গঠন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কর্মসূচিটির কারিগরি সহায়তার জন্য খরচ হবে ১৪.২৯ মিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়ন জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন উন্নয়ন ব্যাংক (কেএফডাব্লিউ), জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এবং বাংলাদেশ ব্যাংক প্রদান করবে কারিগরি সহায়তার এ অর্থ।
বিজ্ঞপ্তি অনুসারে, অনুমোদিত তৈরি পোশাক কারখানা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে তিন মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ পেতে পারে। এতে বলা হয়েছে, ঋণের মেয়াদ তিন থেকে পাঁচ বছর হতে পারে। তবে কারখানার পরিবেশগত উন্নয়ন বা অন্য কোনো উপযুক্ত যুক্তিসঙ্গত কারণে মেয়াদ সাত বছর পর্যন্ত বাড়তে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পোশাক কারখানায় অনুকূল কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তাসহ বিদেশি ক্রেতাদের কাছে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে নির্ধারিত প্রতিষ্ঠান বরাবর যোগ্য কারখানাকে ঋণের জন্য আবেদন করতে হবে।