আবারও নেতিবাচক খবরের শিরোনাম হলো শ্রীলঙ্কার ক্রিকেট! ঘটনার নায়ক এবার অন্য কেউ নয়; খোদ শ্রীলঙ্কার অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে! মদ খেয়ে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। যাতে আহত হয়েছে একজন। এরপরই তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে যাওয়া সম্ভবত আর হচ্ছে না চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে আজ রবিবার ভোরে তিন চাকার একটি গাড়িকে ধাক্কা দেয় এই বাঁ হাতি ওপেনারের বিলাসবহুল রেঞ্জ রোভার। তিন চাকার গাড়ির ড্রাইভারকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এরপরেই স্থানীয় পুলিশ করুণারত্নেকে গ্রেপ্তার করে। যদিও শেষ পর্যন্ত তাকে জামিন দিয়েছে আদালত।
শ্রীলঙ্কার হয়ে ৬০ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলেছেন করুনারত্নে। জামিন পেলেও আগামী সপ্তাহে তাকে আদালতে উপস্থিত হতে হবে। মাতাল হয়ে গাড়ি চালানোয় বড় অংকের জরিমানার মুখোমুখি হতে পারেন করুনারত্নে। অন্যদিকে আদালতের রায়ের পর করুণারত্নের বিষয়ে সিদ্ধান্ত নেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সম্ভবত নিষেধাজ্ঞা জুটতে পারে তার কপালে!