বাড়িতে ওয়াই-ফাই থাকলেও ইন্টারনেটের স্পিড নিয়ে সন্তুষ্ট নন? এমনকী স্পিড কম হচ্ছে বলে সেবা প্রদানকারী সংস্থাকে দোষারোপও করেছেন বহুবার। তবু পরিবর্তন হয়নি। ভাবছেন কী করবেন? বেশি কিছুই নয়। আপনার ওয়াই-ফাইয়ের হার্ডওয়্যারে সামান্য কিছু পরিবর্তন করলেই সমাধান হবে আপনার সমস্যার।
আসুন, জেনে নিন কীভাবে বাড়াবেন আপনার ইন্টারনেটের স্পিড-
> কখনও আপনার কাছে থাকা রাউটারটিকে অবহেলা করবেন না। বরং সবসময় আপনার ওয়াই-ফাই রাউটারে লেটেস্ট ফার্মওয়ার আপডেট করুন।
> আপনার ডুয়েল ব্যান্ড রাউটারের ফ্রিকোয়েন্সি ২,৪ জিএইচজেড বদলে ৫ জিএইচজেড-তে বদলে নিন। এর ফলে যখন তখন নেট চলে যাওয়ার সমস্যা যেমন মিটবে, তেমনি বাড়বে স্পিডও।
> সর্বাধিক কভারেজ এবং স্পিডের জন্য ইন্টারনেটের ওয়াই-ফাই নেটওয়ার্ক আপগ্রেড করুন।
> কখনই দেওয়ালের কাছে রাউটার রাখবেন না। ঘরের কোন জায়গায় সেটি রাখছেন তার উপরে স্পিড কমা-বাড়া করে। তাই সবসময় ঘরের মাঝে সেটিকে রাখতে চেষ্টা করুন। রাউটারটি কখনই দেওয়ালে ঝুলিয়ে বা খোলা জায়গায় রাখবেন না।
> বড় বাড়ির ক্ষেত্রে অতিরিক্ত ওয়াই-ফাই অ্যান্টেনা লাগালে স্পিড ও কভারেজ আরও ভালো পাওয়া যাবে।
ইন্টারনেট থেকে