জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং দুদকের উপপরিচালক হারুন অর রশিদ। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারস্থ আলিয়া মাদ্রাসাসংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এই সাক্ষির সাক্ষ্যগ্রহণ চলছে।
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার অনুপস্থিতিতে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন। এর আগে গত ২১ ও ৩১ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার আংশিক জবানবন্দি গ্রহণ করে আদালত।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্টের দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
Share!