বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, বিজি-১৪৭ ফ্লাইটটির অবতরণ জরুরি ছিল না। এটা স্বাভাবিক ল্যান্ডিং ছিল।
আজ সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে যুবকের হাতে পিস্তলের বিষয়ে সচিব বলেন, পিস্তল ছিল কি-না, তদন্ত প্রতিবেদন না পেলে কিছু বলা যাবে না। সিসি ক্যামেরার দৃশ্য পেয়েছি। স্ক্যানিং মেশিনে কোনো কিছু পাইনি।
তিনি আরো জানান, তদন্ত টিম কাজ শুরু করেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
যদিও গতকাল কর্মকর্তারা বলেন, বিমানের চট্টগ্রাম থেকে দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।