পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান যদি একটি বোমা ফেলে তবে ভারত আমাদের (পাকিস্তান) ২০টি (পারমাণবিক) বোমা মেরে শেষ করে দিতে পারে। শুক্রবার আরব আমিরাতে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন তিনি।
পারভেজ মোশাররফ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবারো বিপদজনক অবস্থায় পৌঁছেছে। দেশ দুটির মধ্যে যুদ্ধ হলে তাতে পারমাণবিক বোমার ব্যবহার হবে না। আমরা যদি ভারতের ওপর একটি (পারমাণবিক) বোমা মারি তবে ভারত আমাদের ২০টি পারমাণবিক বোমা মেরে শেষ করে দিতে পারে।
তিনি বলেন, এক্ষেত্রে পাকিস্তানকে ব্যবহার করতে হবে ৫০টি বোমা যা হবে বিপর্যয়কর। পারমাণবিক অস্ত্র অপূরণীয় ক্ষতি করে। কারো পক্ষেই এটা ব্যবহার করা উচিত নয়।