Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

সুযোগ পেলে ছেলে-মেয়েরা আন্তর্জাতিকভাবেও অবদান রাখবে

মেধা বিকাশের সুযোগ পেলে আমাদের ছেলে-মেয়েরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে অবদান রাখবে। এক্ষেত্রে তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউজিসির উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২০১১ ও ২০১২ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য এ স্বর্ণপদক প্রদান করা হয়।শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরপরই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন তিনি। এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ও শিক্ষার উন্নয়নে সহযোগিতা দিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ইউজিসির ঊধর্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদকপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top