প্রস্তুতি ম্যাচে পরাজয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে সফরকারী বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগে আজ রবিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছিল টাইগাররা।
লিনক্লোনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফি, সাকিব, তামিমবিহীন বাংলাদেশ। শুরুটা ভালো করতে পারেনি সফরকারী বাংলাদেশ। কারণ দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই বিদায় নেন লিটন দাশ, মুমিনুল হক, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। এর ফলে দলীয় ৩১ রানেই ৪ উইকেট আউট। তবে পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন দুই সিনিয়র তারকা মুশফিক ও মাহমুদউল্লাহ। ১০৮ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। মুশফিক ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬২ রান করেন। আর মাহমুদউল্লাহ আউট হওয়ার আগে ৮৮ বলে ১০টি চারের সাহায্যে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
এ ছাড়াও শেষ দিকে সাব্বির ৪১ বলে ৬টি চারে ৪০ রানের ইনিংস খেললে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মত সংগ্রহ পায় লাল-সবুজরা। অবশেষে ৪৬.১ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একাদশের দুই ওপেনার মিলে তুলে ফেলেন ১১৪ রান। অফস্পিনার নাঈম হাসান দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। এর পরও সহজ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল কিউই একাদশ। তবে দলীয় ১৮২ রানে ম্যাচের সর্বোচ্চ ৯২ রান করা ফ্লেচারকে আউট করেন মুস্তাফিজুর রহমান। এরপরে স্বাগতিকরা দ্রুত কয়েকটি উইকেট হারালেও খেলা শেষ হওয়ার ১.৫ ওভার বাকি থাকতেই দুই উইকেটের জয় তুলে নেয় কিউই একাদশ। বাংলাদেশের মিরাজ ও মাহমুদুল্লাহ দুটি করে উইকেট নেন ।