যুক্তরাষ্ট্রে থাকার জন্য দেশটির একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল ভারতের ১২৯ ছাত্র। এই অপরাধে ওই ছাত্রদের গ্রেপ্তার করে মার্কিনি কর্তৃপক্ষ। এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ভারত।
কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে অবস্থিত ওই ভুয়া বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি অব ফার্মিংটন।
গ্রেপ্তারকৃত ছাত্রদের ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টিকে ‘পে অ্যান্ড স্টে’ কেলেঙ্কারি হিসেবে দেখছে মার্কিন প্রশাসন।
এ বিষয়ে মার্কিন কৌঁসুলিরা বলছেন, ওই বিশ্ববিদ্যালয়টির কোনো বৈধতা ছিল না; এ বিষয়ে গ্রেপ্তারকৃত ছাত্ররা আগে থেকে ওয়াকিবহাল ছিল।
এদিকে, ওই ছাত্রদের গ্রেপ্তারের পরেই বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।