বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী বাগমারায় এস এস সি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন এমপি এনামুল হক। শনিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষা আরম্ব হওয়ার কিছু পরে উপজেলার শিকদারীতে সাঁকোয়া উচ্চ বিদ্যালয়, সালেহা ইমারত গার্লস একাডেমী, এবং ভবানীগর্নজ সরকারী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কেন্দ্র পরিদর্শন কালে প্রশ্ন পত্রের বিষয় শিক্ষাথীদের সাথে কথা বলেন। নকল মুক্ত এবং শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হওয়ায় সন্তষ প্রকাশ করেন। কেউ যেন অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দিতে না পারে সে ব্যাপারে হল সুপার ও কেন্দ্র সচিবদের সর্তক থাকার আহবান জানান। চলতি বছরে বাগমারায় এস এস সি, দাখিল, ও ভোকেশনাল মিলে মোট শিক্ষাথী ছয় হাজার পনের জন। বাগমারা উপজেলায় এবার চারটি কেন্দ্রে অনুষ্টিত হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করেন চার হাজার দুই শত সাতাশ জন,মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা তিনটি কেন্দ্রে অংশ গ্রহণ করেন নয়শত ছয় জন,এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুইটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী আটশত বাহান্ন জন। এ সময় তার সাথে বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মদ, কেন্দ্র সচিব এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি গণ উপস্তিত ছিলেন।
বাগমারায় এস এস সি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন এনামুল
Share!